নাদের খানের বিরুদ্ধে মামলা

চা বাগানে মাটি কেটে কৃত্রিম হ্রদ তৈরি

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

ফটিকছড়িরামগড়ভারত সীমান্তবর্তী রামগড় চাবাগানের মাটি কেটে অবৈধভাবে কৃত্রিম হ্রদ তৈরির অভিযোগে রামগড় চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নারায়ণহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বক্কর বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী।

ভূমি অফিস সূত্র জানায়, রামগড় চা বাগানের ভিতরে প্রায় ৫০ একরের জমি খনন করে এই কৃত্রিম হ্রদ তৈরি করে মৎস্য প্রকল্প গড়ে তোলা হয়েছে। শ্রমিকদের ভোগ দখলীয় জমি থেকে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে এই মৎস্য প্রকল্প এবং নানা প্রজাতির নারিকেল গাছ এবং সুপারি গাছের বাগান করা হয়েছে। যা চা বাগানের নীতিমালা বহির্ভূত। এমন অভিযোগ পেয়ে গত মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে সত্যতা পান।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রামগড় চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নারায়ণহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী বলেন, রামগড় চাবাগানের ভেতর মাটি কেটে ও সরকারি জমির মাটি খনন করার অভিযোগে বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআগামীতে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধসেই ফোরকানের যোগদান ও স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠি