ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে এবার নিখোঁজ হয়েছেন রেজিয়া বেগম (৪৫) নামে এক নারী। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাপানির মুখে ধুরুং খাল এ ঘটনা ঘটে। নিখোঁজ নারী ওই এলাকার মৃত মাহাবুল আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজের ছেলে মো. জনি।
নিখোঁজ নারীর ছেলে মো. জনি জানান, ঘটনার দিন একটু দেরি করে তার মা খালে গোসল করতে যায়। পরে গোসল করে ঘরে না আসায় বেলা সাড়ে ৪টায় তিনি এবং তার স্ত্রী খালে খুঁজতে গেলে সেখানে তার কাপড় পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। এরপর চারিদিকে বিষয়টি জানাজানি হলে সবাই তাকে খুঁজতে থাকে।
এদিকে অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো টিম পৌঁছায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
উল্লেখ্য, একই এলাকায় গত সোমবার নানি এবং নাতনি গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪ ঘণ্টা পর তাদের মরদেহ খাল থেকে উদ্ধার করে স্থানীয়রা। এসব মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি জনমনে ভয় বিরাজ করছে।











