নাট্যাধার সম্মাননা পেলেন সফিকুর রহমান

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গ্রুপ থিয়েটার নাট্যাধার এর ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি মিলনায়তনে প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সূচনা করে নাট্যাধার।

দল সমন্বয়ক মাশরুজ্জামান মুকুটের সভাপতিত্বে এবং জামাল হোসাইন মনজুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে প্রয়াত নাট্যাধার সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের স্মৃতিচারণ করেন মোস্তফা কামাল যাত্রা। নাট্যাধারের বিগত ১৯ বছরের পথচলা ও দলের বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন কাসিফ মাহমুদ। এরপর ‘নাট্যাধার বিশেষ সম্মাননা’ প্রদান করা হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির দীর্ঘ পথ চলায় সকলের প্রিয় কর্মী মো. সফিকুর রহমানকে।

নাট্যাধার সম্মাননা’ দল নাট্যাধারের একটি বিশেষ পদক। যা প্রথমবার ৩০শে অক্টোবর ২০০৬ খ্রিস্টাব্দে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রদান করা হয়নাট্যাধার সুহৃদ নাট্যজন প্রয়াত শাহিনুর সরোয়ারকে।

আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পকলা একাডেমি নাট্য প্রশিক্ষক জোবায়েদুর রশীদ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক শাহ আলম, নাট্য প্রশিক্ষক রেজা আজিজ, নাট্যাধার সদস্য জসিম উদ্দিন আহমেদ, দেবাশীষ রুদ্র, আফরিন পুষ্প।

নাট্যাধার সম্মাননা ২০২৪ প্রাপ্ত মো. সফিকুর রহমান চট্টগ্রামের শিল্পাঙ্গনের ইতিহাসের অংশ বলে মন্তব্য করেছেন বক্তারা, সেই সাথে তাকে এই সম্মাননা প্রদানের জন্য নির্বাচন করায় তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেননাট্যকার রবিউল আলম, মাফতুহা মুনমুন, বাহাউদ্দীন মিরন, মো. নাদিরা সুলতানা হেলেন, হারুন অর রশীদ, নজরুল ইসলাম তুহিন, আশিক আরেফিন, মনজুর আলম, রুবেল চৌধুরী, জয়া দাশ, সায়েম উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ রাসেল, মুক্তা বিশ্বাস, মাইশা ফাইরোজ, জনি নন্দী, মৈত্রী চৌধুরী, মনিকা নেহা, সাদমান চৌধুরী, সুযশ চৌধুরীসহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনঈমউদ্দীন আলকাদেরী ছিলেন নবীপ্রেমিক ও দ্বীনিসেবক
পরবর্তী নিবন্ধকৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ খাত এগিয়ে নিতে মমতার সহায়তা