নাট্যসম্ভারে আজ ‘ইজ্জত’

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে গত ১৬ মে থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব ‘নাট্যসম্ভার ২০২৫’। ‘একসাথে বাঁচি, একসাথে বলি মঞ্চ আমাদের শক্তি’ এমন প্রত্যয় নিয়ে জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হচ্ছে।

নাট্যসম্ভারের ৬ষ্ঠ দিনে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করে শ্যামাকান্ত দাশ রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘অন্তর্দাহ’। আজ বৃহস্পতিবার নাট্য সম্ভারের ৭ম দিনে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে অমল রায় রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘ইজ্জত’। নতুন দর্শক সৃষ্টি, নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের এই আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ড বায়ান, সঙ্গে এনজেল নূর ও আরিয়ান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৮৪ কোটি টাকা