নাটোরে সভামঞ্চে পলকের শ্যালিকা, বিএনপি নেতাকে শোকজ

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

নাটোরে বিএনপির সভামঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা থাকার ঘটনায় সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ নেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের সইয়ে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিতি ও তার আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনাসমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। খবর বিডিনিউজের।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আপনাদের এ কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হল। জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, আনোয়ারুল ইসলাম আনুর জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকালে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দলের নেতাকর্মীদের সঙ্গে আসন গ্রহন করতে দেখা যায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাত শ্যালিকা যুব মহিলা লীগ কর্মী ফারজানা রহমান দৃষ্টিকে।

পূর্ববর্তী নিবন্ধ২১শ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ১৭ ডিসেম্বর থেকে মীরসরাইয়ে কুঠির শিল্প মেলা