নাটাব যক্ষ্মা রোগ প্রতিরোধে উন্নত চিকিৎসা সেবা দিয়ে আসছে

কার্যকরী কমিটির সভায় বক্তারা

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির সভায় সমিতির সভাপতি আলহাজ্ব মোরশেদুল আলম কাদেরী বলেছেন, নাটাব যক্ষ্মা রোগ প্রতিরোধে উন্নত চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমানে নাটাব চিকিৎসা কেন্দ্রে দৈনিক ২০/২৫ জন রোগী সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা নিচ্ছে। যার ফলে যক্ষা রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক কমে আসছে। গতকাল শনিবার কাতালগঞ্জস্থ নাটাব ভবনে সমিতির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। সভায় বক্তারা বলেন,কোভিড চলাকালীন সময় নাটাবের পক্ষ থেকে চিকিৎসা কার্যক্রম অব্যাহত ছিল। শুরুতে কোভিডে আক্রান্ত হয়ে যে সকল নাটাব সদস্য ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা আক্রান্ত হয়ে অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করা হয়। সভায় আধুনিক স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন ও নাটাবের ২০২১-২৩ মেয়াদের কমিটির ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ জসিম উদ্দিন, আলহাজ্ব শাহজাহান সুফী, মো. আশরাফ উদ্দিন চৌধুরী, মো. এমরানুল হক, মো. নোমান আল মাহমুদ, মো. আতিকুর রহমান, মো. শহিদুল আলম খসরু, মো. মুজিব সম্রাট গোলাম মনছুর, শেখ সরওয়ার্দী, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি
পরবর্তী নিবন্ধবিয়ে বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারা গেলেন বৃদ্ধা