বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আলহাজ্ব মো. আবদুছ ছবুর। তিনি দীর্ঘদিন নাটাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বর্তমানে নাটাব চট্টগ্রাম শাখা কমিটির সিনিয়র সহ–সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফটিকছড়ির ফতেপুর এলাকার আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো. আবদুছ ছবুর দীর্ঘদিন যাবত আর্তমানবতার সেবায় যক্ষ্মা নিরোধে সচেতনতা সৃষ্টি ও রোগীদের সেবা দিয়ে আসছেন। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি নাটাবের দুই বছর মেয়াদি ৩০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয় সমাজসেবা অধিদপ্তর।












