নাটাবের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান

কার্যকরী কমিটির সভা

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির সভায় সমিতির সভাপতি আলহাজ্ব মোরশেদুল আলম কাদেরী নাটাব বহুতল ভবন নির্মান ও আধুনিক স্বাস্থ্যসেবা ,অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্বরোপ করেন। তিনি বলেন নাটাব যক্ষ্মারোগীদের সর্বদা চিকিৎসা সেবা দিয়ে আসছে। গতকাল শনিবার কাতালগঞ্জস্থ নাটাব ভবনে সমিতির সভায় তিনি এ কথা বলেন। সভায় সমিতির নির্বাহী সদস্য মো. শামসুল আলম শামীম বলেন,নাটাব যক্ষ্মারোগ প্রতিরোধে কাজ করছে। আধুনিক উন্নত চিকিৎসার ফলে যক্ষ্মারোগ আজ অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। তিনি এক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। একই সাথে নাটাবের উন্নয়নে ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং সভা কতৃর্ক অনুমোদন করা হয়। তিনি নাটাবের কর্মকান্ডকে সক্রিয় করে তোলার জন্য সকল সদস্যদের প্রতি আহবান জানান। সভায় সমিতির অভিষেক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় নাটাবের যাকাত ফান্ডে আজীবন সদস্য/সদস্যাসহ ও অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতিমধ্যে এককালীন সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম.এ.সবুর, কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, আলহাজ্ব শাহজাহান সূফী, মো. এমরানুল হক, মো. নোমান আল মাহমুদ, মো. আতিকুর রহমান ,শেখ সরওয়ার্দী, মো. মুজিব সম্রাট,মো. মোরশেদ আহসান খান, ডা. শাহানা বেগম, শাহাজাদা ফৌজুল ইমরান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা অজুহাতে ভোক্তাদের উপর জুলুম করছে একটি অসাধু চক্র
পরবর্তী নিবন্ধ৯ বছর পর টেকনাফ উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন