মানবতা, নৈতিকতা, সহনশীলতাই পারে মানুষে মানুষে বিভেদ ঘুচিয়ে সম্প্রীতির বন্ধনে সুন্দর পৃথিবী উপহার দিতে। প্রতিটি ধর্মের তাৎপর্য এক সুতোয় গাঁথা; তা হলো সেবার মানসিকতা। সবার উপরে মানুষ সত্য। এ সত্য উপলব্ধি করতে হলে যার যার ধর্মের প্রতি একাগ্রতা বাড়াতে হবে। আজকাল মানুষ ধর্মকে তাঁদের ধারণা মতো ব্যাখ্যা এবং অপব্যাখ্যা করতে শুরু করেছে। তাতে নিজেদের মধ্যে হিংসা হানাহানি বিদ্বেষ গ্লানি বাড়ছে। অশান্ত হয়ে উঠছে পৃথিবী। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে। এদেশের সব মানুষ শান্তিতে বসবাস করতে পারলে অবশ্যই এ দেশ একদিন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঁশখালীর নাটমুড়া পুকুরিয়ায় সার্বজনীন হরি মন্দিরের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
নাটমুড়া পুকুরিয়া সার্বজনীন হরি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল চন্দ্র শর্মা। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের (মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ন্যাপ দক্ষিণ জেলার সভাপতি ডা. আশীষ কুমার শীল, নাটমুড়া পুকুরিয়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন চৌধুরী, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন এবং পুকুরিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল কান্তি দে। প্রেস বিজ্ঞপ্তি।