সংলাপহীন নাটকে নীরবতাও এক ধরনের ভাষা হয়ে ওঠে। বলে যায় সেই দুঃসহ বেদনার স্মৃতি। ‘সুঁই–সুতার সংসারে কে দেবে আশা’? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে সংস্কৃতিকর্মীরা স্মরণ করলেন ১১ বছর আগের রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের। গত বুধবার লালমাটিয়া হাউজিং সোসাইটি কলোনি মাঠে রানা প্লাজা দিবসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে নাট্যসংগঠন বটতলা। বটতলার নাট্যশিল্পী সামিনা লুৎফা বলেন, প্রতি বছরই তারা আয়োজন করতে চান। শুরুতেই বটতলা মঞ্চস্থ করে নাটক ‘জুতুগৃহ’। খবর বিডিনিউজের।