নাটকে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহনের দায়ে আইনি নোটিশ

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

নাটকের দৃশ্যে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহনের অভিযোগে নির্মাতা জাকারিয়া সৌখিন ও প্রযোজক এসকে সাহেদ আলীকে আইনি নোটিশ পাঠিয়েছে প ফাউন্ডেশন। ‘চমন বাহার’ নামে মুক্তি প্রতীক্ষিত এই নাটকটি প্রকাশ পাচ্ছে ঈদ আয়োজনে। তবে তার আগেই নাটকটির একটি পোস্টার প্রকাশ হয়। যেখানে দেখা যায়, বাইকে বসে আছেন অভিনেতা জোভান। এক হাতে ঝুলিয়ে রেখেছেন তিনটি মুরগি। নাটকটির টিজারের একটি দৃশ্যে দেখা মিলেছে বাইকের হ্যান্ডেলে মুরগির পা বেঁধে ঝুলিয়ে রেখেছেন একই অভিনেতা।

মূলত এই দুটি দৃশ্য চোখে পড়ে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তথা পএর। সেই মোতাবেক ২৮ এপ্রিল প্রতিষ্ঠানটির আইন শাখার আইনজীবী জাকির হোসাইন একটি নোটিশ ডাকযোগে প্রেরণ করেন নির্মাতা ও প্রযোজকের ঠিকানায়। নোটিশে বলা হয়, মুরগির পা বেঁধে ঝুলিয়ে রাখা শাস্তিযোগ্য অপরাধ। যে অপরাধের কারণে ৬ মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে দেশের আইনে।

পূর্ববর্তী নিবন্ধঈদে হাবিবের সুরে ফেরদৌস ওয়াহিদের গান
পরবর্তী নিবন্ধছন্দে ফেরাতে এবার অন্যরকম পরামর্শ যুবরাজের