নাটকে উঠে এল বধ্যভূমির ‘সরবতা ও নীরবতা’

গ্রুপ থিয়েটার উৎসবের দ্বিতীয় দিন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব ২০২২-এর দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যা ৭টায় নাট্যাধার পরিবেশন করে নাটক ‘গীতরঙ্গ টঝঞঈ বধ্যভূমি’।

মুক্তিযুদ্ধ চলাকালে সবচেয়ে বেশি মানুষ নিধন করা হয়েছিল চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে। সেই বধ্যভূমির স্থান আমরা রক্ষা করতে পারিনি। কারো কারো কাছে সেটি কাঁঠাল বাগান বধ্যভূমি নামেও পরিচিত। বর্তমান বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিপরীতে এর অবস্থান।

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও, হাই কোর্টের রায় পক্ষে থাকলেও আজও অবৈধভাবে দখলে থাকে এই বধ্যভূমি। এর জন্য বরাদ্দকৃত ১.৭৫ একর জমি দখলদার ইউএসটিসি কর্তৃপক্ষের কাছ থেকে অবমুক্ত করা সম্ভব হয়নি। যাদের ইজ্জত, সম্ভ্রম ও জীবনের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা; তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ব্যর্থ হয়েছি। এই লজ্জা রাখি কোথায়? এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, দখলদারদের মাঝে মানবিকতার উন্মেষ ঘটানো এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের প্রত্যয়ে নাটকটির কাহিনীক্রম সাজানো হয়েছে। বধ্যভূমিটির ইতিহাস, ইতিবৃত্ত এবং দখল বাণিজ্যের নানা স্বরূপ তুলে ধরার মাধ্যমে ইউএসটিসি কর্তৃপক্ষের নেতিবাচক মনোভাব আর আমাদের নীরবতার নেপথ্য কাহন চিত্রিত হয়েছে নাটকটিতে।

নাটকে অভিনয় করেছেন হালিমা খাতুন আঁখি, মোহাম্মদ নাছির, বাহাউদ্দিন মিরান, মোহাম্মদ নিছির, মাসাউদ আহমেদ, নজরুল ইসলাম তুহিন, কাউছার আহমেদ, মো. আতিকুল ইসলাম আতিক, মাসুদুল আহম্মেদ, মোহাম্মদ নাছির, মোহাম্মদ আসাদ, শাকিল মুরাদ, তানিয়া আকতার, রবি, অনুপ্রিয়া বড়ুয়া, অনুশুয়া বড়ুয়া, উৎপল জয়, বিজয় শর্মা, ইয়ামিন, রনি খান, আশিক আরেফিন, জিনিয়া প্রমুখ।

নাটকটির মূল পাণ্ডুলিপি লিখেছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। গীত রচনা করেন আহম্মদ কবীর। নির্দেশনা দেন মোস্তফা কামাল যাত্রা। এর আগে নাট্যকর্মী নাজিমুদ্দিন মামুনের উপস্থাপনায় সন্ধ্যে ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস। দলীয় সঙ্গীত পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম। উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যকর্মী জুয়েনা আফসানা।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা যুবলীগের আলোচনা সভা