ফটিকছড়ি উপজেলার অন্যতম স্বাস্থ্যসেবা কেন্দ্র নাজিরহাট হাসপাতাল। এ হাসপাতালটি বহু বছরের পুরোনো, এবং আশেপাশের এলাকার মানুষের কাছে এটি যেন একমাত্র ভরসার স্থান। প্রতিদিন এখানে রোগীর লম্বা লাইন দেখা যায়। হাসপাতালের ভেতরে যেমন ভিড়, তেমনি বাইরে অপেক্ষমাণ রোগীদের কষ্টেরও শেষ নেই। ছোট–বড়, শিশু–বৃদ্ধ, নারী–পুরুষ সবাই চিকিৎসার আশায় এখানে ভিড় জমায়।
নাজিরহাট হাসপাতালের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো রোগীর সংখ্যার তুলনায় অবকাঠামো ও জনবল একেবারেই অপর্যাপ্ত। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসে, কিন্তু তাদের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ডাক্তার বা নার্স নেই। ফলে একটি সাধারণ চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেকে লম্বা লাইন দেখে হতাশ হয়ে ফিরে যায় বা পাশের বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হয়। এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই। নাজিরহাট হাসপাতাল কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি ফটিকছড়ি ও হাটহাজারীর মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হাসপাতালের উন্নয়ন মানে হলো দুই উপজেলার লাখো মানুষের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করা। তাই এই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
মোহাম্মদ নূর উদ্দীন
ইংরেজি প্রভাষক,
সেন্ট্রাল পাবলিক কলেজ, চট্টগ্রাম।
        











