নাজিরহাট পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

নাজিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান (এনডিসি) প্রথমে মেয়র লায়ন একে জাহেদ চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এরপর সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহিনা সুলতানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রুস্তম আলী, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, মন্‌জুর মোর্শেদ ফিরোজ, মহিউদ্দিন, এস এম গিয়াস উদ্দিন, সাবরিনা চৌধুরী, হোসেন শহীদ মোহাম্মদ জাফর আলম, মুহাম্মদ হারেছ মিয়া, শফিউল আজম, এএসএম জাফর উল্লাহ, নুরুউদ্দীন, দিদারুল আলম, নবনির্বাচিত কাউন্সিলরগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রে ঈদের পোশাক বিতরণ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ২৭ শ্রমিক পরিবার পেল ১২ লাখ টাকা অনুদান