চীনের দুঃখ হোয়াংহো আর ফটিকছড়ি– হাটহাজারীর দুঃখখ্যাত নাজিরহাট পুরাতন ব্রিজটি এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। হালদা নদীর উপর ১৯১৯ সালে বৃটিশ আমলে স্থাপিত হয়েছিলো ব্রিজটি। সেই হিসেবে ব্রিজটির বয়স শতাব্দী পেরিয়েছে কয়েক বছর আগেই। কিন্তু কোনোরকম সংস্কার ও তত্ত্বাবধান ব্যতীত বহালতবিয়তে এতোদিন দাঁড়িয়ে ছিলো প্রাচীন এই সেতু। কিন্তু গত ৪–৫ বছর ধরে এর বেহাল দশা। সংস্কারের কথা থাকলেও এখনো কোনো কার্যক্রম দেখা যায়নি। ব্রিজটি মাঝখানে নিচু হয়ে এসেছে যেনো সে পানির সাথে মিশে যেতে চায়। ব্রিজের আশেপাশে যেসব রেলিং ছিলো এখন সেগুলোও ভেঙে পড়েছে, এর ফলে অন্ধকারে চলাচলের সময় যেকোনো সময় বিপদ ঘটতে পারে, নেই কোনো আলোর ব্যবস্থাও। দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও কার্যক্রম লক্ষণীয় নয়। আর এই ব্রিজটি নাজিরহাটের মানুষদের জন্য যাতায়াতের অন্যতম মাধ্যম। ফলে অতিদ্রুত ব্রিজটির সংস্কারের ব্যবস্থা করলে নাজিরহাটের মানুষের দুঃখ অনেকাংশে লাঘব হবে।
আবিদা ইসলাম দীবা
দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।