নাজিরহাট কলেজে স্মরণসভা

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজের উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম মওলানা আফজল আহমদ চৌধুরী স্মরণে এক সভা দোয়া মাহফিল গতকাল সোমবার কলেজ অডিটরিয়ামে অধ্যাপক আবুল ফয়েজ মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দিন সিদ্দিকী শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অধ্যাপক সৈয়দ মো. জিয়াউল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক এস এম কাউছার, অতিরিক্ত সহকারী লাইব্রেরিয়ান মো. সুজায়েত আলী চৌধুরী প্রমুখ। শেষে কলেজের শিক্ষককর্মচারীশিক্ষার্থীদের সাথে নিয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপাধ্যক্ষ প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সভায় কৃতজ্ঞচিত্তে প্রতিষ্ঠাতা ও সহযোগীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দিন সিদ্দিকী (শাহীন) বলেন, “এ মহৎপ্রাণ ব্যক্তির দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে ১৯৪৯ সালে এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ কলেজ দেশকে অনেক কৃতি সন্তান উপহার দিয়ে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তোমাদের উচ্চশিক্ষা লাভের পথ সুগম করে উন্নত ভবিষ্যৎ রচনাই ছিল এ কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য। যথাযথ শিক্ষা লাভ করে উন্নত চরিত্রের অধিকারী হয়ে সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করে তোমরা প্রতিষ্ঠাতার স্বপ্ন বাস্তবায়নে ব্রতী হবেএ প্রত্যাশা রাখি।” সভায় কলেজের প্রতিষ্ঠালগ্নে মরহুম আব্দুর রশিদ চৌধুরী, মরহুম খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী, মরহুম ফুল মিঁয়া সওদাগর, মরহুম খাইরুজ্জামান মুন্সি, মরহুম আদালত খানসহ আরও যারা এ কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয় শিক্ষার্থীর সফলতার চাবিকাঠি
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের ২ ক্যাডার গ্রেপ্তার