নাজিরহাট কলেজে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ মোটিভেশন প্রোগ্রাম ও শিক্ষক পরিষদের সঙ্গে গভর্নিং বডির মতবিনিময় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ সালাহ উদ্দীন চৌধুরী।
পরে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী।
অধ্যাপক শাহজামান সরকার ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিচ, শাহজাহান খান, অধ্যাপক কে এম মহিউদ্দীন ও অধ্যাপক শিরিন আকতার। প্রেস বিজ্ঞপ্তি।