নাজিরহাট কলেজের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ জানুয়ারি সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন সিদ্দিকী জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে মশাল প্রজ্জ্বলিত করে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে ক্রীড়া শিক্ষক মো. জানে আলমের পরিচালনায় দুই দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে অধ্যক্ষের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য ও অধ্যাপক মো. শাহজামান সরকারের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল, জাহেদা ইকবাল চৌধুরী, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক নাছির উদ্দীন আহমদ চৌধুরী প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন জিবি সদস্য অধ্যাপক এস এম কাওছার, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক মোসফেকা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, কাজী কামাল উদ্দীন ও মো. রহমতুল্লাহ।










