নাজিরহাট কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদযাপিত

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদযাপিত হয়েছে। গত ৬ মার্চ সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দীন উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক নাছির উদ্দীন আহমদ চৌধুরীসহ শিক্ষকশিক্ষার্থীকর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন।

পরে অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে অধ্যক্ষ বক্তব্য রাখেন। পরে অধ্যাপক মো. জিয়াউল হক ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের নির্দেশনায় শিক্ষার্থীদের এক ডিসপ্লেক্স প্রদর্শন শেষে মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অধ্যক্ষ গভর্নিং বডির সদস্য আলমগীর মিঞাকে সাথে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

কলেজের ক্রীড়া শিক্ষক মো. জানে আলম প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক শাহজামান সরকার ও অধ্যাপক মার্তুজা সুলতানা।

পূর্ববর্তী নিবন্ধলিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চেস্‌ একাডেমির ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট শুরু