নাজিরহাট কলেজে তারুণ্যের উৎসব

| শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাজিরহাট কলেজে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। গত সোমবার সকালে শিক্ষকশিক্ষার্থীকর্মচারীদের সাথে নিয়ে বিএনসিসি, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্টে ইউনিটের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন সকাল ১০টায় কলেজ এডহক কমিটির সদস্য প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি অধ্যাপক সামিরা কুমকুম সবাইকে সাথে নিয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষককর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চন্দ্রপুর মোহাম্মদীয়া ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির কর্মী সমাবেশ