জে এম আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুধী সমাবেশ গত ২২ মে ফটিকছড়ির নাজিরহাটে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি তৌহিদুল আলম বাবু। সভায় মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা আফজাল আহমদ চৌধুরীকে শিক্ষায় মরণোত্তর একুশে পদক প্রদানের দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মৌলানা খোরশেদ আলম, অধ্যক্ষ মৌলানা কামাল উদ্দীন, মৌলানা আবদুছ সালাম শরিদী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাসানুল করিম মোস্তফা, ব্যাংকার আহমদ উল্লাহ, মৌলানা জানে আলম, মৌলানা নাছির উদ্দীন, মৌলানা মোস্তাফিজুর রহমান, জহির হোসেন, আবু তৈয়ব সওদাগর, নাদিরা বেগম ও ডা. নিজাম মোরশেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












