নাজিরহাটে হালদা নদীতে বেইলী ব্রিজ নির্মাণে মতবিনিময়

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ হালদা নদীর ওপর পুরাতন হালদা ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্যসৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী । গত ১৭ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফস্থ এমপির বাস ভবনে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।

পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, সাধারণ সম্পাদক এসএম হারেছ মিয়া, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন, কাউন্সিলর জয়নাল আবেদীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমায়মুনা
পরবর্তী নিবন্ধমার্কেসের শত বছরের একাকীত্ব