চলাচল অযোগ্য নাজিরহাটস্থ হালদা নদীর সেতুর পাশে বেইলি ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ডিও লেটারের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে।
জানা গেছে, গত সোমবার সংশ্লিষ্ট বিভাগের সচিব আমিন উল্লাহ নূরীর নির্দেশক্রমে উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত একটি আদেশ চিফ ইঞ্জিনিয়ারের নিকট পাঠানো হয়। আদেশে বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এনে চিফ ইঞ্জিনিয়ারকে দ্রুত স্থান পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে এক বছর আগে বেইলি ব্রিজ নির্মাণের প্রস্তাব রেখেছিলাম।
তখন অনেকে বিষয়টি অনুধাবন করেনি। গত সোমবার মন্ত্রণালয়ে গিয়ে সচিবের মাধ্যমে বেইলি ব্রিজের অর্ডার করাতে সক্ষম হয়েছি। এর মধ্যে দিয়ে সেতু নির্মাণে বড় একটি ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছি। পরবর্তী কার্যক্রম সেতুর স্থানটি পরিদর্শন করবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূলত এর পরেই কাজ শুরু হবে।
উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হয়ে কয়েকবছর ধরে নড়বড়ে হয়ে পড়ে জনগুরুত্বপূর্ণ এ সেতুটি।
গত বছর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সমপ্রতি সেতুটি পরিদর্শনে আসেন সড়ক ও জনপথ বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী।












