নাজিরহাটে রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের ধর্মসভা

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পূর্ব ফরহাদাবাদ নাজিরহাট পৌরসভাস্থ বড় নাথপাড়ার রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গত ১৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। কর্মসূচির মধ্যে ছিল- মঙ্গলারতী ও নগর পরিক্রমা, বাল্যভোগ, ঠাকুরের ভোগ নিবেদন, মহাযজ্ঞের শুভঅধিবাস, অষ্টপ্রহর মহানাম সংকীর্ত্তন। অধিবাস পরিচালনা করেন হাটহাজারী পশ্চিম ধলই গৌরনিতা সেবাশ্রমের অধ্যক্ষ গঙ্গাপদ গোস্বামী। সংগঠনের সভাপতি তেজেন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথের সঞ্চালনায় ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি ডা. সুব্রত কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। বিশেষ অতিথি ছিলেন ডা. জয়টু কুমার শীল, বাগীশিক ফটিকছড়ি সংসদের সাধারণ সম্পাদক রূপক দে। উপস্থিত ছিলেন নিটন মহাজন, উজ্জ্বল কুমার নাথ, মানিক নাথ, অর্থ সম্পাদক নিরঞ্জন নাথ, বটন কুমার নাথ, শিমুল চক্রবর্তী, লিটন নাথ, রুবেল শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি এলাকায় মন্দির স্থাপন করার দাবি
পরবর্তী নিবন্ধহালিশহর থানা ছাত্রলীগের আনন্দ মিছিল