ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী এবং এক সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
জানা গেছে, মেয়র পদে বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের প্রার্থী মোহাম্মদ শাহ জালাল, স্বতন্ত্র প্রার্থী এস এম সফিউল আলম এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ৯ নং ওর্য়াডের মোহাম্মদ নাসির উদ্দিন ফটিকছড়ি নির্বাচন অফিসে উপস্থিত হয়ে রিটার্নিং কর্র্মকর্তা বরাবরে মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন। অপর দিকে গত ২০ ফেব্রুয়ারি যাচাই বাচাইয়ের দিন দুই কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইছমাইল হোসেন এবং মোস্তফার মনোনয়ন পত্র ঋণ খেলপীর দায়ে বাতিল হয়। গত রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় আপিল শুনানিতে তারা প্রার্থীতা ফিরে পান।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, মেয়র–কাউন্সিলর পদে মোট ৫৭ প্রার্থী মনোয়ন জমা করেছিলেন। প্রত্যাহারের শেষ দিন তিন প্রার্থী প্রত্যাহারের পর ৫৪ জন বৈধ প্রার্থী রয়েছেন। তাদের মঙ্গলবার (আজ) প্রতীক বরাদ্ধ দেয়া হবে। এরপর প্রার্থীরা স্ব স্ব প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবেন।