নাজিরহাটে কম্বল পেল ২৪ প্রতিষ্ঠানের এতিম শিশু

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ২৪টি প্রতিষ্ঠানের এতিম শিশুদের মাঝে ৮৪২টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও শীতার্ত এতিম শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক সহায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফিউল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আবসার, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় ‘সকাল বেলার পাখি’