গাউসিয়া কমিটি চন্দনাইশ শাখার সাবেক উপদেষ্টা সমাজসেবক মুহাম্মদ নাজিম উদ্দীনের (রহ.) ৮ম ইছালে সওয়াব মাহফিল গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। চন্দনাইশের পশ্চিম কেশুয়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তারা বলেন, পৃথিবীতে কিছু মানুষ রয়েছেন যারা ক্ষণজন্মা। মৃত্যুর পরেও অমর হয়ে বেঁচে থাকেন। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ শাখার সভাপতি পীরজাদা মাওলানা খাজা মোবারক আলী। উদ্বোধক ছিলেন সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ শাহ মাওলানা খলিলুর রহমান নেজামী। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আল্লামা স উ ম আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী। স্বাগত বক্তব্য দেন গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সদস্য মঈন উদ্দিন রুপন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী ও মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।