নাজিম উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাজনীতিবিদ নাজিম উদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আলহাজ্ব নাজিম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মো. মাইনুদ্দিন, নাজিম উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি জসিম উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক শফিকুল আলম হেলাল, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দিদারুল আলম বাবুল, মোরশেদ আলম চৌধুরী, শেখ লুৎফর রহমান, আবু লাইছ, মো. খোরশেদ আলম, রাশেদ খান মেনন, এরশাদ উল্লাহ মুন্না, সোহরাব হোসেন সৌরভ, আবু সাঈদ, নুরুল আবছার, রিমন মুহুরী, জিয়া রহমান, তারিকুল কালাম তুহিন, মো. আলী, আলী আকবর, আমিনুল ইসলাম মুন্না, মো. নাজিম উদ্দিন, তানভীর শাহ, সাইফুল ইসলাম, মনির উদ্দিন, মো. আনিস উদ্দিন, মো. তারেক, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াত নাজিম উদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক ডজন বন্য পাখিসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনিজেদের শ্রমে নিজেদের সেতু