নাজিমুর রহমানের সাথে জিয়া মঞ্চের নেতৃবৃন্দের মতবিনিময়

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ। ১৪ জানুয়ারি সকাল ১১ টায় হালিশহর আই ব্লকে নাজিমুর রহমানের বাস ভবনে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ, মো. হেলাল উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক নুরুল আবছার ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক জিসান, হালিশহর থানার আহ্বায়ক জুলফিকার জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন,ফারুক, রোকন (দপ্তর) মো. সেলিম, সদস্য মো. আরফাত, পাহাড়তলী থানার আহ্বায়ক মো. মোরশেদ ও খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন, জাকির হোসেন, মো. হারুন। সৌজন্যে সাক্ষাৎ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেরও কাজ করে যাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর ওরসের বর্ণাঢ্য আয়োজনের সূচনা
পরবর্তী নিবন্ধচিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা