নাজমুল কবিরের সেঞ্চুরি, সিটি ক্লাব ও কোয়ালিটি ব্লুজের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় রাউন্ডে এসে হোঁচট খেয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়র। গতকাল বৃহস্পতিবার সিটি ক্লাব ৪ উইকেটে আবাহনী জুনিয়রকে পরাজিত করে। সিটি তাদের প্রথম খেলায় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পরাস্ত হয়েছিল। তৃতীয় ম্যাচে জয়ে ফিরলো তারা। ৩ ম্যাচ শেষে উভয় দল ৪ পয়েন্ট করে অর্জন করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে সিটি ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় আবাহনী জুনিয়রকে। ৪৯.১ ওভার খেলে ১৭১ রান সংগ্রহ করে সব উইকেট হারায় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মো. সোহেল অপরাজিত ৬৮। ৬টি চার এবং ২টি ছক্কা হাঁকান সোহেল। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৯ থেকে। অন্যদের মধ্যে মিজানুর রহমান ২১, তানভির মাহমুদ সাবিত ১৪, সাইফুল ইসলাম মানিক ১২ এবং আশরাফুল রাব্বী ১০ রান করেন।

সিটি ক্লাবের জিয়াউল হোসেন মেহেদি ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন শাহরিয়ার নেওয়াজ আলভী এবং মইনুল মো. সৌরভ।

জবাবে সিটি ক্লাব ৪০.১ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৭৫ রান তুলে নেয়। দলের ওপেনার মিসবাউল হক তানজির ১২১ বল খেলে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৩টি চার মারেন তিনি তার ইনিংসে। অন্যদের মধ্যে সাদমান হোসেন মাহিন ১৫ এবং মেহরাব খান ১৪ করেন। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। আবাহনী জুনিয়রের পক্ষে মিজানুর রহমান ২টি উইকেট পান।

মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত লিগের অপর খেলায় কোয়ালিটি ব্লুজ ৫ উইকেটে ওপিএ কে পরাজিত করে। কোয়ালিটি নিজেদের প্রথম খেলায় জয়লাভ করে এবং দ্বিতীয় খেলায় পরাজয় বরণ করে। তৃতীয় খেলায় আবারো জয়ের দেখা পেল তারা। তিন খেলা শেষে তাদের পয়েন্ট ৪। ওপিএ তাদের তিন খেলায় টানা পরাজয় কেেছ। তাদের পয়েন্ট শূন্য। টসে জিতে ওপিএ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে তারা ২৪১ রানে অলআউট হয়। জবাবে কোয়ালিটি ব্লুজ নাজমুল কবিরের সেঞ্চুরিতে ৩৬ ওভার খেলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৫ উইকেট হারিয়ে ২৪২ রান করে। ওপিএ এর পক্ষে ওমর ফারুক ৫৬, শিশির হোসেইন ৪৬, বিশপ চৌধুরী ৩২ রান করেন। অন্যদের মধ্যে মো. সাকিব অপরাজিত ২২, হুমায়ুন কবির ১৮, শাহেদ হোসেন ১৭ এবং ইব্রাহিম খলিল ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৭ রান। কোয়ালিটির মো. ইমতিয়াজ ৩টি এবং নাজমুল কবির ২টি উইকেট দখল করেন।

কোয়ালিটির দুই ওপেনার শুরুতে ৯০ রান সংগ্রহ করেন। শাহাদাত হোসেন ২৮ রানে আউট হলেও নাজমুল কবির ৬৯ বল খেলে ১১০ রানে পৌঁছে যান। ৯টি চার এবং ১০টি ছক্কা ছিল তার ইনিংসে। এটি ছিল এবারের দ্বিতীয় বিভাগ লিগের প্রথম সেঞ্চুরি। অন্যদের মধ্যে আবদুল আজিজ ৩৩, জিসানুল কাদের ১৫, মোবারক হোসেন অপরাজিত ১০ এবং লোকমান আলী ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ২৫। ওপিএ এর পক্ষে আবু বক্কর ২টি উইকেট দখল করে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় ওয়ানডেতে জিতে লড়াইয়ে ফিরল টাইগার যুবারা
পরবর্তী নিবন্ধদুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান