বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাছির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের ব্যবস্থাপনায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গত ১৬ জুলাই অনুষ্ঠিত হয়।
গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নাসরিন রহমানের সভাপতিত্বে ও ডবলমুরিং থানা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. জাহাঙ্গীরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন বাবুল।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নাফিজ উদ্দিন, বেলায়েত হোসেন, এস এম ইমরান, দিলরুবা খানম ছুটি, কানিজ ফাতেমা লিমা, জেড আর চৌধুরী বাবু। আলোচনা সভা শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












