নগর আওয়ামী লীগের ১৫ থানার সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য গঠিত ১৫ সাংগঠনিক টিমের সদস্যদের চিঠি দিয়ে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্তের পরদিনই কেন্দ্রে অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গঠিত ৪ সদস্যের সমন্বয় কমিটির দুই সদস্য নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেয়র রেজাউল করিম চৌধুরী গতকাল শনিবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের বিরুদ্ধে লিখিত এই অভিযোগ করেন।
গত শুক্রবার রাতে মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ১৫ থানার সাংগঠনিক কমিটির আহ্বায়কগণ বৈঠক করে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। গতকাল এই চিঠি কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুইজনের স্বাক্ষরযুক্ত চিঠিতে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, গত ২২ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে আপনার নেতৃত্বে (হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ থানার সংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ থানার সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং আমরা দুইজনকে (ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও রেজাউল করিম চৌধুরী) দায়িত্ব দেয়া হয়। আমরা দায়িত্বপ্রাপ্তরা পরবর্তী তিনদিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে অন্তর্ভুক্ত নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। আপনাদের প্রদত্ত সিদ্ধান্ত মোতাবেক ২৩ মার্চ নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে আমরা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বৈঠক করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পর দিন চারজনের স্বাক্ষর নিয়ে সাধারণ সম্পাদক কমিটির প্রত্যেক সদস্যকে চিঠি ইস্যু করে জানিয়ে দেয়ার কথা ছিল। এই ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো পদক্ষেপ এই পর্যন্ত গ্রহণ করেননি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২২ মার্চ নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের) আবু সাঈদ আল মাহমুদ স্বপন নগরীর ১৫টি থানার সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য ১৫টি সাংগঠনিক টিম গঠন করেন এবং ১৫ থানার সাংগঠনিক টিমের আহ্বায়কের নাম সভায় অনুমোদন করেন। এই ১৫ সাংগঠনিক টিমের আহ্বায়কদের সঙ্গে আরো ৩ জন করে সদস্য অন্তর্ভুক্ত করার জন্য নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে নিয়ে ৪ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেন। এই সমন্বয় কমিটি নগরীর ১৫ থানার সংগঠনিক কমিটি পূর্ণাঙ্গ করেছেন প্রায় ১৫ দিন আগে।