নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবারে ফ্রি মেডিকেল ক্যাম্প

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ১০ মে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। আউলাদে ছিদ্দিকে আকবর, গাউসুল অলি আলী রজা কানু শাহ’র (রাহ.) বংশধর, হযরত খাজা দরবেশ মাওলার (রাহ.) চান্দ্রবার্ষিক বেছাল শরীফ উপলক্ষে ১৪ জিলকদ এ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এই উদ্যোগটি বাস্তবায়ন করে আশেকানে পাক পঞ্জেতন রজা নুরীয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন শায়েখ মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কোরাইশী। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু রোগ, বাত ব্যথা, অর্থপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগে মোট ৬০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্প শেষে আয়োজিত এক সেমিনারে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, দরবার শরীফ শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি মানবসেবারও এক উজ্জ্বল উদাহরণ। পরিশেষে মিলাদ কিয়াম ও পীর মীর মাওলানা মইন উদ্দিন নূরী আল কুরাইশীর আলোচনা ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকজন ঘিনুয়া এবং একজন সখিনা
পরবর্তী নিবন্ধপটিয়ায় কেলিশহর-ধলঘাট ইউনিয়ন এলডিপির যৌথ প্রস্তুতিসভা