নাচে ফুল পাখিরা

সারমিন চৌধুরী | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

ঈদ মানে আমোদ ফূর্তি

ঈদ মানে হাসি,

এই ঈদ ছড়ায় চতুর্দিকে

খুশি রাশি রাশি।

 

আনন্দে নাচে ফুল পাখিরা

তারাও ঈদে মাতে,

ভাগাভাগি করে ঈদের খুশি

বন পাহাড়ের সাথে।

 

বাঁকা চাঁদের ঝিলিক দেখে

মেহেদী পাতা বাঁটে,

খুকুমনি দুই হাত রাঙায়

তারা জ্বলে ঘাটে।

 

হাওয়ায় ভাসে সাগর হাসে

ঈদ হবে রে কাল,

চিংড়ি রানী লাফিয়ে বলে

কি মজার সাল!

পূর্ববর্তী নিবন্ধঈদের চাঁদের হাসি
পরবর্তী নিবন্ধঈদের খুশি