নাচে টিনের চালে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

মেঘ ভেসে যায় মেঘের নায়ে

উড়িয়ে শাদা পাল,

রোদ গিয়েছে বেড়াতে তাই

এই তো গতকাল!

সবুজ পাতার বুকে নাচন

হাওয়ার সুরে সুরে,

কালো মেঘের অই তো বাড়ি

কাছেই পাহাড়পুরে।

সাদা মেঘের সঙ্গে কালো

মেঘের হলো দেখা,

দূরের বনে ছড়িয়ে পালক

ডাকলো ময়ূর কেকা।

মেঘ ভিজিয়ে দেয় ঝমাঝম

গাছের পাতা ডালে,

দু’পায় পরে রূপার নূপুর

নাচে টিনের চালে।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ের প্রথম প্রহরে শহীদদের স্মরণ, মাসব্যাপী কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাতিঘর