নাচের প্রেমে অনন্যা ওয়াফি রহমান

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে নৃত্যশিল্পীদের জীবনে এসেছে অস্বাভাবিক পরিবর্তন। বন্ধ হয়ে গেছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান না থাকায় আয় নেই অনেকেরই। করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে কেমন চলছে নৃত্যশিল্পী বা প্রশিক্ষকদের জীবন? বর্তমানে নৃত্যর স্কুল বন্ধ থাকায় বাসায় কি করছেন নৃত্যশিল্পীরা? এসব প্রশ্নের উত্তর দিলেন নৃত্যশিল্পী ও শিক্ষক অনন্যা ওয়াফি রহমান। অনন্যা বলেন, বর্তমানে এমনিতে অনেক অনলাইন নৃত্য প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশের বিচারক হিসেবে কাজ করছি। বিভিন্ন অনুষ্ঠানে লাইভ এ আমন্ত্রণে আলাপ করছি। আর সবচেয়ে বেশি মিস করছি আমার প্রিয় শিক্ষার্থীদের, সহকর্মীদের। আসলে সারাদিন কাজ করে সময় যায়। কিন্তু বর্তমানে ঘর বন্দি, তাই সময় যেন কাটে না। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমওলানা ইসলামাবাদী : অবিস্মৃত সাধক ও চিন্তক
পরবর্তী নিবন্ধআসছে ডিজনির ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’