নাঙ্গলমোড়া বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সালাউদ্দীন আলী

| মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাঙ্গল মোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন নাঙ্গল মোড়া বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দীন আলী। গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চটগ্রাম বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ মার্চ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো। চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলোসভাপতি লায়ন সালাউদ্দীন আলী, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক সত্যজিৎ বডুয়া, অভিভাবক সদস্য মোঃ এনায়েত উল্লাহ চৌধুরী ও শিক্ষক প্রতিনিধি সদস্য এটিএম হারুনর রশীদ।

এক প্রতিক্রিয়ায় নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লায়ন সালাউদ্দীন আলী বলেন, আমি নাঙ্গল মোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমার স্কুলজীবন কেটেছে এখানে। এটা আমার প্রিয় বিদ্যাপীঠ, আমি উক্ত বিদ্যালয় থেকে এস.এস.সি সম্পন্ন করেছি। সেই প্রিয় স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মিথিলা চৌধুরীর এমপাওয়ারমেন্ট ও ডেভেলপমেন্ট উইম্যান আ্যওয়ার্ড লাভ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জুলাই যোদ্ধার তালিকায় ছাত্রলীগ নেতার নাম!