বিগত ১০ বছরে নির্বাচিত দুই মেয়র রাউজান পৌরসভায় এসে কাজ না করায় পৌরবাসী এক রকম সেবা বঞ্চিত ছিল। এতে প্রথম শ্রেণির এ পৌরসভার কর্মকাণ্ডে ছিল স্থবিরতা। এবার নতুন মেয়র জমির উদ্দিন উদ্দিন পারভেজ ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৌরসভাকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপদানে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নাগরিকদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিয়ে পৌরসভার সমস্যাসমূহ চিহ্নিত করে কাজে মনোযোগি হয়েছেন। তাঁরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি পরিচ্ছন্ন পৌর এলাকা গড়তে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। ইতোমধ্যে ফুটপাত হকারমুক্ত, নালা-নর্দমা, রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা পরিস্কার, হাটবাজারে ডাস্টবিন বসানো, জলাবদ্ধাতা নিরসনে বেশ কয়েকটি খাল নালা সংস্কার, রাস্তা ঘাটে সড়ক বাতি স্থাপন, নাগরিক সেবায় ওয়ান স্টপ সার্ভিস চালু, পৌরবাসীর সমস্যা ও অভিযোগ জানতে বাক্স স্থাপন করা হয়েছে। পৌর কার্যালয়ের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার। যাতে রয়েছে বঙ্গবন্ধু পরিবার ও স্বাধীনতার সময়কালের দুর্লভ ছবি। ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোহাম্মদ এনাম বলেছেন, এখন মেয়র কাউন্সিলরগণ ঐক্যবদ্ধ হয়ে নাগরিকদের সেবায় যেভাবে কাজ করছেন তা অব্যাহত থাকলে আগামীতে এটি হবে দেশের সেরা পৌরসভা। নুরজাহান বেগম নামের এক নারী বলেছেন, মেয়র কাউন্সিলরদের নিয়ে উভয়পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করে দিয়েছেন।