চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শনিবার দুপুরে লালদীঘি লাইব্রেরি ভবনে চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। এর আগে মেয়র কার্যালয়ের নামফলক উন্মোচন করেন এবং বিশেষ মুনাজাতে অংশ নেন।
লালদীঘি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সৌজন্য মতবিনিময় সভায় মেয়র বলেন, “চট্টগ্রাম নগরের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে চসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তা অমূল্য সম্পদ। নগরের উন্নয়নে আমরা সেই অভিজ্ঞতাকে গাইডলাইন হিসেবে গ্রহণ করব।”
চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে মেয়র বলেন, “এই সংগঠন ভবিষ্যতে চসিকের জন্য একটি জ্ঞানভিত্তিক পরামর্শ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।” সভায় সভাপতিত্ব করেন চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী। স্বাগত বক্তব্য দেন ডা. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. প্রীতি বড়ুয়া, প্রকৌশলী আবুল হাসনাত, প্রকৌশলী অসীম বড়ুয়া ও প্রকৌশলী মো. রেজাউল বারী ভূঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।