নাগরিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে

চসিকের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জনবান্ধব ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন। গতকাল রবিবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চসিকের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিজের আয় বাড়াতে হবে এবং সেবাগ্রহীতাদের আরো ভালো সেবা প্রদানের মাধ্যমে জনআস্থা অর্জন করতে হবে। নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাস্তাঘাট চলাচল উপযোগী এবং আলোকায়ন করতে হবে।

এসময় তিনি চসিকের বিভিন্ন বিভাগ ও শাখার চলমান কার্যক্রম ও প্রতিকূলতা সম্পর্কে আলোচনা করে বলেন, নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। তিনি কর্পোরেশনের উন্নয়ন কাজ আরো দৃশ্যমান করতে সকলকে মনোযাগী হওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, আবু ছালেহ, ঝুলন কুমার দাশ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. রেজাউল করিম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, শাহিনুল ইসলাম, মির্জা ফজলুল কাদের, মো. রেজাউল বারী ভূঁইয়া, আনোয়ার জাহান ও জয়সেন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোনো অজুহাতে যেন উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মুজিব আদর্শে উজ্জীবিত করতে হবে