চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন গ্রহণকল্পে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে নাগরিক ফোরামের ভার্চুয়াল সভা ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় নগরীর জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত কার্যকরী উদ্যোগ গ্রহণ না করা হলে আগামীতে অনশন ও মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়। অল্পবৃষ্টিতে নগরী পানির নিচে তলিয়ে যাওয়া ও চলমান বর্ষা মৌসুমকে মাথায় রেখে খালে দেওয়া বাঁধ খুলে দেওয়ার দাবিতে এমন কর্মসূচি বলে জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, লায়লা ইব্রাহিম বানু, ডা. সাইদ আহমেদ, ডা. নাহিদা খানম, একরাম হোসেন, ডা শেখ মো. জাহেদ, কামরুল ইসলাম, তসলিম খাঁ, কানিজ ফাতেমা লিমা, মো. কামরুজ্জামান ও শহিদুল ইসলাম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।