নাগরিক জীবন হোক উপদ্রব, আতঙ্ক ও উৎপাতমুক্ত

মোয়াজ্জেম হোসেন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

স্নিগ্ধ সকাল, রুক্ষ দুপুর, বিষণ্ন বিকেল, মায়াবী সন্ধ্যা ও আদুরে রাত আপনি যে সময়ে এই নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে পথের পথিক হয়ে পথ চলা শুরু করবেন অথবা পার্কে বা রাস্তার পাশে বেঞ্চে বসে সময় কাটাতে বসবেন বা বিশ্রাম নিবেন অথবা বন্ধু চেনা লোক ও বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন বা জমিয়ে আড্ডা দিবেন তখন হঠাৎ ছন্দ পতন হবে যদি কিছু উপদ্রব এসে দেখা দেয়। কানের দুপাশে ফুল গুঁজে দেওয়া বেদে নারীরা দলবদ্ধভাবে আপনাকে ঘিরে ধরেছে, নয়তো উদ্ভট সাজগোজ নিয়ে হিজড়ার দল নাছোড়বান্দার মতো আপনার পেছনে লেগেছে। আপনার ভাগ্য ভালো থাকলে এই দুদলের কারো সাথেই আপনার সাক্ষাত হলো না, নিদেনপক্ষে আপনার সামনে ভিক্ষার থালা নিয়ে উপস্থিত ভিক্ষুক। আপনার কপালে খারাপি থাকলে আপনার সাক্ষাত হয়ে যেতে পারে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারীর, এদের খপ্পরে পরলে আপনার পৈত্রিক প্রদত্ত জান নিয়ে টানাটানি হতে পারে। কারণ এদের কার্যসিদ্ধিতে বাগড়া দিলে যে কাউকে খুন করতেও এরা পিছপা হয় না।
এই সামগ্রিক উপদ্রব থেকে রাস্তা, ফুটপাত, খেলার মাঠ, পার্ক, যানবাহন, যাত্রীছাউনি কোনোটাই মুক্ত নয়। আপনি মর্নিংওয়াক করে ফিরছেন, হঠাৎ আপনার উপর চড়াও হতে পারে ছিনতাইকারী, যানবাহনে দূরে কাছে কোথাও যাচ্ছেন, অজ্ঞান পার্টি বা মলম পার্টি আপনাকে অজ্ঞান পার্টি অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নিতে পারে, মলম পার্টি আপনার চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে যন্ত্রণায় কাতর করে সর্বস্ব কেড়ে নিতে পারে। এই উপদ্রব, আতঙ্ক ও উৎপাতমুক্ত নাগরিক জীবন পেতে চাই, আইনের শাসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি। সর্বোপরি রাষ্ট্রকে এর সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআত্মত্যাগের মহিমা
পরবর্তী নিবন্ধ‘দক্ষিণ কাট্টলী’ ১১নং ওয়ার্ড, কলেজ রোডটি জরুরিভাবে সংস্কার করতে হবে