নগরীর বায়েজিদ এলাকায় দি নাগরিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও পারিবারিক মিলনমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি এ আর এম শামিম উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ক্যাপ্টেন নূর মোহাম্মদ। সকালের অধিবেশনে সোসাইটির বার্ষিক সাধারণ সভায় সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে পারিবারিক মিলনমেলায় সোসাইটির সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ। প্রধান অতিথি তার বক্তব্যে সোসাইটির সৌন্দর্য এবং পরিবেশবান্ধব উন্নয়নের প্রশংসা করেন এবং সোসাইটির উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বিশেষ অতিথি জেলা সমবায় অফিসার সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সোসাইটির জন্য আন্তরিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ড. জাকির হোসেন, ড. মো. মোশাররফ হোসেন, ড. মনজুরুল কিবরিয়া, বায়েজিদ থানার অফিসার ইনচার্জসহ সাংবাদিক, পেশাজীবী এবং সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।