চট্টগ্রাম জেলা নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নয়নের নামে রাস্তা, সেতু, ফ্লাইওভার সবকিছুতে বারবার বাজেট বাড়ানো আর তা থেকে চুরি, ডাকাতি, লুটপাট করে নিজেদের লোকজনের বাড়ি-গাড়ির উন্নয়ন করেছে সরকার। ১০ হাজার কোটি টাকা বাজেটের পদ্মা সেতু ৫০ হাজার কোটি টাকায় করার নাম উন্নয়ন নয়। আজ যে তরুণ-তরুণীদের বয়স ত্রিশ তারা জীবনে ভোটই দিতে পারেনি। এই হল গণতন্ত্রের নমুনা।
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল শনিবার বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, আজ চট্টগ্রামে এসে মানুষের যানজট, জলাবদ্ধতা আর দুর্দশার কথা জানলাম, দেখলাম। চুরি ডাকাতি না-হলে আজ তো এমনটি হওয়ার কথা ছিল না। নাগরিক ঐক্য ক্ষমতায় এলে চুরি ডাকাতি-পাচার বন্ধ করব আমরা। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না-দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেব, এটি একটি অমানবিক দেশ। তিনবারের প্রধানমন্ত্রী আজ চিকিৎসা পাচ্ছেন না, আমি অসুস্থ হলে কি পাবো, আপনি অসুস্থ হলে কি পাবেন? দেশের মানুষকে এই দুঃশাসক সরকার থেকে মুক্তির জন্য জনগণকে রাজপথে আন্দোলন করতে আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্য চট্টগ্রাম জেলা আয়োজিত সুধী সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের চট্টগ্রামের নেতা সৈয়দ শওকত ওসমান। মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম এ কবীর হাসান, চট্টগ্রামের নেতা রফিকুল ইসলাম, অ্যাড. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন আলো প্রমুখ।
সিনিয়রস ক্লাবে মুক্ত আলোচনা : শনিবার সকাল ১০টায় নগরীর জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাবে নিউজগার্ডেনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নতুন শতকের সাংবাদিকতা : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। প্রেস বিজ্ঞপ্তি।