নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলেছে সৌদি আরব

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:৪১ পূর্বাহ্ণ

যে সব এলাকায় সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়েছে সেগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলেছে সৌদি আরব। লেবাননে সৌদি আরবের দূতাবাস থেকে শুক্রবার রাতে টুইটারে এক পোস্টে বিবৃতি দেওয়া হয়। তবে নাগরিকদের লেবাননের ঠিক কোন কোন এলাকা এড়িয়ে যেতে তারা বলছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। দূতাবাস থেকে লেবাননে সৌদি ভ্রমণ নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে। কুয়েতের দূতাবাস থেকেও শনিবার টুইটারে একই ধরণের একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। খবর বিডিনিউজের।

ওই বিবৃতিতে লেবাননে থাকা কুয়েতের নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপত্তা বিঘ্নের ক্ষেত্রগুলি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তবে এখনই লেবানন ছাড়ার বিষয়ে কিছু বলেনি। তার আগে গত ১ অগাস্ট যুক্তরাজ্য নাগরিকদের প্রতি লেবাননে ভ্রমণ বিষয়ে একটি সতর্কতা জারি করে জরুরি প্রয়োজন ছাড়া দেশটি ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সেখানে লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের সবচেয়ে বড় ক্যাম্প আইন আলহিলওয়েহ এর আশেপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়। গত ২৯ জুলাই আইন আলহিলওয়েহ ক্যাম্পে ফাতাহ এবং তার বিরোধী কট্টোর ইসলামপন্থি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের ১২টি ক্যাম্প রয়েছে। যেখানে ৮০ হাজার থেকে প্রায় আড়াই লাখ ফিলিস্তিনির বাস।

পূর্ববর্তী নিবন্ধভারতের মণিপুরে আবারো সংঘর্ষ, নিহত ৩
পরবর্তী নিবন্ধভয়াবহ রূপে জলাবদ্ধতা