চন্দনাইশে ওরশ উপলক্ষে স্থানীয় মেলায় ঘুরতে এসে নাগরদোলায় চড়তে গিয়ে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস লেগে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম তামান্না (১২)। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম জানান, স্থানীয় তোফায়েল শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে স্থানীয়ভাবে মেলা বসে। মেলায় শিশুদের আনন্দ দেয়ার জন্য নাগরদোলা নিয়ে আসে একদল লোক। রাত ৭টার দিকে বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মির্জা বাড়ী এলাকার মো. মোরশেদের কন্যা বৈলতলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তামান্না পাড়ার অন্যান্য শিশুদের সাথে নাগরদোলায় উঠে। নাগরদোলায় চড়া অবস্থায় অসাবধানতাবশত তামান্নার ওড়না হঠাৎ নাগরদোলায় আটকে যায় এবং গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অসাবধানতাবশত এ ঘটনায় পুরো বৈলতলী এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলামের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।