নাকের স্প্রেতে ধ্বংস প্রাণীদেহের ৯৬ শতাংশ করোনাভাইরাস!

মানব শরীরে ট্রায়াল শীঘ্রই

আজাদী ডেস্ক | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:১৫ পূর্বাহ্ণ

১০ লাখ মানুষের জীবন কেড়ে দিয়েছে করোনা মহামারী। এই মৃত্যুকে ‘দুঃখজনক মাইলফলক’ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্ত অনেক রোগী ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে একাকী মৃত্যুবরণ করেছে। অনেক পরিবার মৃতদের শেষ বিদায় জানাতে পারেনি। এ রকম পরিস্থিতির মাঝে চলছে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা। অনেক প্রতিষ্ঠান তৃতীয় ধাপে পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া শুরু করেছে ভ্যাকসিনের প্রয়োগ। এর মাঝে অস্ট্রেলিয়ার একটি কোম্পানি দাবি করেছে, নাকের স্প্রেতে ধ্বংস হচ্ছে প্রাণীদেহের ৯৬ শতাংশ করোনাভাইরাস।

কোম্পানিটির নাম এনা রেসপিরেটরি। তাদের দাবি, সাধারণ ঠাণ্ডা লাগা ও জ্বরের মোকাবিলা করার জন্য তৈরি নাকের স্প্রে করোনা মোকাবেলায় কাজে দিচ্ছে। ইতোমধ্যে স্প্রেটি অন্য প্রাণীর শরীরে পরীক্ষা করা হয়েছে। ট্রায়ালে দেখা গেছে, এই স্প্রে প্রাণীদের দেহে ৯৬ শতাংশ ভাইরাস ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এনা জানিয়েছে, মানব শরীরে পরীক্ষা করার জন্য ‘ইনা০৫১’ নামের এই স্প্রে চার মাসের মধ্যে প্রস্তুত হবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, হিউম্যান ট্রায়ালের পর তা স্পষ্ট হবে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন কিনতে তিন মিলিয়ন ডলার অনুদান এডিবির
পরবর্তী নিবন্ধতিস্তার সুরাহা চায় ঢাকা