পিবিআই চট্ট মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানার দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালত।
গতকাল তাঁর পক্ষে জামিন চেয়ে করা আবেদনের উপর শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। আদালতের পিপি আবদুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। একপর্যায়ে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এই মামলায় গত ৩ জানুয়ারি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে জামিন দেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির। এই বিষয়ে বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে বলেন, আমরা উচ্চ আদালতে যাব।
গত ১৭ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন, বাবুল আক্তার, তাঁর ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়ার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বাবুল আক্তারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে ইলিয়াস হোসেনের মাধ্যমে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ তথ্য দিয়ে ‘স্ত্রী খুন, স্বামী জেলে, খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করেছেন। ভিডিওতে যে বক্তব্য রয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করা হয়। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।
উল্লেখ্য, স্ত্রী মিতু খুনের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন বাবুল আক্তার। পরবর্তীতে পিবিআই কর্মকর্তা নাইমার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।