নাইনবল ফাইনালে চ্যাম্পিয়ন আয়াজ

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

 

চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্টের নাইনবল ফাইনাল খেলা গত ২৯ নভেম্বর সন্ধ্যায় সম্পন্ন হয়।

খেলায় গোলাম সোহরাব চৌধুরীকে ১১৪ ফ্রেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন আয়াজ ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধভারত সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন, শঙ্কায় তামিম
পরবর্তী নিবন্ধরানার্স আপ নির্ধারণে প্লে অফ ম্যাচ ৬ ডিসেম্বর