চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিশেন আয়োজিত মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে নাইনটিজ উইলো এবং চিটাগাং ইউনাইটেড। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নাইনটিজ উইলো ৯ উইকেটে পরাজিত করে ওল্ড ব্রাইট এসোসিয়েশনকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে চিটাগাং ইউনাইটেড ১০ উইকেটে পরাজিত করে এনএমসি বাংলাদেশকে। প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওল্ড ব্রাইট এসোসিয়েশন নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিদ্যুৎ দাশ করেন ৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নাইনটিজ উইলো ১২.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
দলের পক্ষে রানা ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও হয়েছেন রানা। দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এনএমসি বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ইফতেখারুল। চিটাগাং ইউনাইটেডের পক্ষে ২১ রানে ৩টি উইকেট নিয়েছেণ রিপন। জবাবে ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় চিটাগাং ইউনাইটেড। দলের পক্ষে টিটু ৪৯ এবং সেজান ৪২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন চিটাগাং ইউনাইটেডের টিটু।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক আ.জ.ম. নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্টান ইস্পাহানী গ্রুপের জেনারেল ম্যানেজার টি ট্রেড শাহ মঈনুদ্দিন হাসান। প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, এহছানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব, সাবেক ক্রিকেটার রঞ্জন সিংহ, মোহাম্মদ জামাল, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ইফতেখার খান শাহেনশাহ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি মনজুরুল ইসলাম মিন্টু, আজিজুল হক বুলবুল । অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।